Posts

Showing posts from August, 2019
Image
সার্বিয়ার সেনা ক্যাম্পে ধ’র্ষিতা মুসলিম বোন সামিরা তার বড় আপুর কাছে চিঠিতে লিখেছিল,আপু আমি আর পারছিনা।ওরা আমার গর্ভে কাফের সন্তান জন্ম দিতে চায়,কিন্তু আমি কোন খ্রিষ্টান সন্তান ভুমিষ্ঠ হতে দিব না!প্লিজ আপু আমার জন্য গর্ভপাত নষ্টের ঔষধ পাঠাও!সামিরার ওই দিনের কলিজা ছেড়া আর্তনাদ শুনেও আমাদের বিবেক জাগ্রত হয়নি,,,,!!! ইরাকের আবু গারিব কারাগারে বন্দি মুসলিম বোন ফাতিমা ও নুর যখন জানালা দিয়ে চিৎকার করে বলেছিল, হে মুজাহিদ ভাইয়েরা তোমরা কোথায়? ওদের প্রতি রাতের অত্যাচার আর সহ্য করতে পারছিনা! ওরা যে আমাদের মরতেও দিচ্ছে না! তোমরা আমাদের উদ্ধার করতে না পারলে হ’ত্যা করে যাও! তখনও আমাদের বিবেক জাগ্রত হয়নি,,,!!! মুসলিম বিশ্বের গৌরব কুরআনের হাফিজা এবং সারা দুনিয়ার একমাত্র নিউরো বিজ্ঞানী ড.আফিয়া সিদ্দিকাও মার্কিন কারাগারে রাতের পর রাত ধ’র্ষিত হয়ে তিলে তিলে শেষ হয়ে গেল! তখনও আমাদের বিবেক জাগ্রত হলো না,,,!!! আরাকান জ্বললো, মুসলিমদের র’ক্তে নাফ নদী রক্তিম বর্ণ ধারন করল! তারপরও আমাদের বিবেক জাগ্রত হলো না,,,,!!! আরেকজন হাজ্জাজ বিন ইউছুফের খুব বেশি প্রয়োজন,দেবলের রাজা দাহির কতৃর্ক মুস...
Image
জাপানের এক প্রবীণ মানবাধিকার কর্মী লিখেছিল >... বার্মা যখন লক্ষ-লক্ষ নিরীহ মুসলমান কে হত্যা করল"" লক্ষ-লক্ষ মুসলমানকে দেশান্তরী করল"হাজার ও মুসলিম নারীকে ধর্ষণ করল তখন পৃথিবীতে ৫০টির ও বেশি মুসলিম দেশ ১৮০ কোটি মুসলমান থাকা সত্যেও বার্মা কোন বাধার সম্মুখীন হলনা। এতে প্রমাণিত হল মুসলিম শাসকেরা ক্ষমতার লোভে মাতাল। তারা ধর্মীয় ভাবে"মানবিক ভাবে" নৈতিক ভাবে মৃত্যুবরণ করেছে। বেঁচে আছে শুধু নিষ্কৃয় দৈহিক, যে দেহে ধর্ম"মানবতা" নৈতিকতা বলতে কিছুই নেই আছে শুধু ক্ষমতার লোভ প্রাচুর্যের ভালবাসা। ----------------------------------------------------- মুসলিম গাদ্দার শাসকগোষ্ঠীর নীরবতা এঁদের কে সীমাহীন অপরাধ করার সাহস যুগিয়েছে, তাই বার্মিজ সন্ত্রাসীদের চেয়েও ঐ সকল মুসলিম শাসকদের শাস্তি লাঞ্ছনা বহুগুণ বেশী হবে। কোন সন্দেহ নাই।! # সংগৃহীত
Image
০৫ আগস্ট ২০১৯- ভারতে মোদী সরকার কাশ্মীরে জনগণের সাংবিধানিক অধিকার হরণ করার পর থেকে পরমাণু বোমার দুই শক্তিধর পাক-ভারতের মধ্যে বিরাজমান টানটান উত্তেজনা। ভারত-চাণক্যের রাজনৈতিক দাবাখেলায় ধীরে ধীরে প্রকাশ হচ্ছে হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক হিংস্র নখ দাঁত। তাঁর একাগ্র দুচোখ যে জম্মু-কাশ্মীর-লাদাখ ছাড়িয়ে সুদূর কোনো এক মঞ্জিলে নিবদ্ধ তা বুঝতে আইনস্টাইন হতে হয়না। রাজনীতির এই ভারত-ঘুঘু ইঁদুর বেড়াল খেলছেন বিশ্ব-দরবারে কোণঠাসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে, সেটাই স্বাভাবিক। ইমরান খান প্রাণান্ত চেষ্টা করছেন ও দেশবাসীকে আশার বাণী শোনাচ্ছেন, সেটাও স্বাভাবিক। ভয়াবহ অস্বাভাবিক যেটা তা হল যা দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ও পাক-ভারত বাংলাদেশসহ সারা বিশ্বের মওলানাদের গর্বিত উচ্চারণে হাজার বার শুনেছি:- “আবূ নুঁআয়ম (রাঃ) নুমান ইবনু বশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি মু’মিনদের পারস্পরিক দয়া ভালবাসা ও সহানূভূতি প্রদর্শনে একটি দেহের ন্যায় দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয়, তখন শরীরের সমস্ত অঙ্গ-প্র...
গরিবের ঘোড়া রোগ। . অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে। A bad penny always turns up. A worthless person always comes back to the place he or she started out. নাচতে না জানলে উঠোন বাঁকা। A bad workman quarrels with his tools. An inefficient man complains of circumstances. যত গর্জে তত বর্ষে না। A barking dog never or seldom bites. Someone who makes threats all the time seldom carries out the threats. মাথা নেই তার মাথাব্যথা। A beggar cannot be a bankrupt. Bachelors' wives' and maids' children are always well taught. নেংটার নেই বাটপাড়ের ভয়। A beggar may sing before a pick-pocket. A beggar has nothing to lose. হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই। A bird in the hand is worth two in the bush. Having something for certain is better than possibly getting something better; one today is worth two tomorrow. বিনা মেঘে বজ্রপাত। A bolt from the blue. তর্জনকারী বা ষন্ডা সব সময়ই কাপুরুষ। A bully is always a cow. Bull...
Verb A verb is a word or a group of words (phrase) that is/are used to describe an action, state or occurrence. Verb হচ্ছে এমন শব্দ বা শব্দ গুচ্ছ যা দ্বারা কোন কাজ, অবস্থা বা ঘটনাকে বোঝায়। Role of Verb in a sentence: Verb forms the main part of the predicate of a sentence. Every complete sentence must have a verb. Verbs are: Actions: read, do, walk, bring, run, learn, eat, etc. States: be, exist, stand, etc. Occurrences: happen, become, etc. Examples: - He is a good man. (Using the most common to be verb) - We learn from the Web. - She speaks in English. - Rimi is thinking about the incident. Verbs change their forms based on time/tense (past, present, and future), person (first person, second person, and third person), number (singular, plural), voice (active and passive), etc. Kinds of Verb: Firstly, verb is divided into two major categories: i.    Principal or Lexical or Main Verb ii.   Auxiliary or Helping Verb ...
Conjunction: A conjunction is a part of speech or word that connects – - One word to another word. - One word to another clause. - One sentence to another sentence. Conjunction হচ্ছে এমন শব্দসমূহ যারা এক শব্দকে অন্য শব্দের সাথে, এক শব্দকে অন্য clause এর সাথে বা এক Sentence কে অন্য Sentence এর সাথে সংযুক্ত করে। The conjunctions are and, but, or, for, nor, so, yet, because, if, whether, lest, unless, as, since, how, when, where, while, why, till, until, after, before, however, as soon as, though and than . Example: One word to another word: - Rupom and Rifat are two brothers. ( noun to noun ) - Rimi and you have done this work. ( Noun to pronoun ) - You and I will go there. ( Pronoun to pronoun ) - The old man sat down and wept. ( verb to verb ) - We are sad but hopeful. ( adjective to adjective ) - A cat moves slowly and silently. ( Adverb to adverb ) - The bird flies through and through the sky. ( preposition to preposition ) One word to another clau...
Prepositions: The word preposition indicates positioning something before something else. And in English grammar - A preposition is a word placed or positioned before a noun or a pronoun or noun equivalent to show the relationship between a noun or pronoun and other words in a sentence. Pronoun এর কাজ হচ্ছে কোন Noun, Pronoun বা এদের সমতুল্য কোন শব্দ(গুচ্ছ) এর সংগে বাক্যের অন্য কোন শব্দের সম্পর্ক নির্ধারণ করা। The following are the words used as preposition in English- For, of, on, at, in, to, off, by, up, with, from, into, within, like, until, above, about, against, under, before, after, among, along, across, around, behind, bellow, beneath, beside, between, beyond, down, during, except, inside, near, since, toward, through and upon. Role or function of preposition in a sentence: A preposition sits before a noun or a pronoun to show noun’s or pronoun’s relationship to another word in the sentence . Preposition helps to construct a sentence. Example: - He is look...
Case (কারক) Sentence এ কোন noun বা pronoun এর সাথে অন্যান্য word বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে Case বলে। ইংরেজিতে noun বা pronoun এর Case সাধারনত পাঁচ রকমের হয়ে থাকে। এগুলো হল- Nominative case Objective case Possessive case Vocative case Dative case Note: Dative case কে সাধারনত স্বতন্ত্র কারক হিসেবে গণ্য করা হলেও আধুনিক English grammer এটিকে object তথা Objective case রুপে গণ্য করে। তাই English grammar এ মূলত চার প্রকার case ই আলোচিত হয়। Nominative case: যখন কোন noun বা pronoun কর্তা রুপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative case বলে। Nominative কে পেতে হলে ক্রিয়াকে কে (who) অথবা কি (what) দ্বারা প্রশ্ন করতে হবে। For example: - Orin goes to school. [কে (who) স্কুলে যায়?] এছাড়াও pronoun, adjective, infinitive, gerund, verbal noun, phrase, clause, etc. Nominative case রূপে ব্যবহৃত হয়। Nominative রূপে noun - Orin goes to school. Nominative রূপে pronoun – He visited Khulna. Nominative রূপে adjective – The poor live in hand to mouth. Nominative ...
Articles A, an এবং the কে Article বলে। Article দুই প্রকার। Indefinite Article and Definite Article. Indefinite Article: A এবং an কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে। Example - He has a pen. - I bought a book. - This is an elephant. - He took an apple. Definite Article The কে definite Article বলে কারন ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। Example -I saw the bird. - I read the book. - Dhaka is the capital of Bangladesh. Use of A and An 1. সাধারণত consonant এর পূর্বে a এবং vowel (a, e, i, o, u) এর পূর্বে an বসে। যেমন – a hen, a book, a pen, an apple, an egg, an orange. 2. শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে। যেমন- a horse, a historian, an honest man, an hour. 3. শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তার উচ্চার...
Transformation of Sentences Affirmative to Negative: Rule 1: Only বা alone এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে None but বসে। আর কোন পরিবর্তন হয়না। Affirmative : Only he can play good cricket. Negative : None but he can play good cricket. Affirmative : Only the science students can apply for the post. Negative : None but the science students can apply for the post. Affirmative : Only they can do the work. Negative : None but they can do the work. Note: বস্তুর ক্ষেত্রে only এর পরিবর্তে nothing but বসে। তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে। Affirmative : He is only four. Negative : He is not more than four. Affirmative : They have only two cars. Negative : They have not more than two cars. Rule 2: Affirmative sentence এ must থাকলে negative করার সময় must এর পরিবর্তে can not but/ can not help বসে। তবে can not help এর পরে যে verb থাকে তার সাথে ing যুক্ত করতে হয়। Affirmative : You must yield to your fate. Negative : You ...
Voice Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন, না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে। অথবা Voice হলো verb এর গঠন যার দ্বারা subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার ওপর এসে পড়ে। Types of voice: There are two types of voice: Active voice. Passive voice. Active voice: যে sentence এ subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে সে sentence এ verb এর Active voice হয়। Structure: Subject + verb + object. Example: I do the work. Passive voice: যে sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence এ verb এর passive voice হয়। Structure: Object + be verb + verb এর past participle+ by+ subject. Example: The work is done by me. Active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম: Rule 1: a) Active voice এর subject টি passive voice এর object হ...
Degree Degree হল Adjective এর রূপভেদ। এটি ৩টি ভাগে বিভক্ত। যথা- Positive Degree Comparative Degree Superlative Degree Positive Degree: কোন sentence এ Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদি বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Positive Degree বলে। যেমন – Mr. Roni is a good man. Comparative Degree: সাধারণত দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে। যেমন – Rahim is wiser than Karim. Superlative Degree: সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে। যেমন – Rony is the best player in the team. Change of Degrees: Superlative Degree into Positive Degree Superlative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ Rule 1: No other + প্রদত্ত Superlative এর পরের অংশ + verb + so/as + Superlative Degree এর Positive form + as + মূল sentence এর subject. Superlative : Rony is the smallest player in the team. Positive : No ...
Image
জম্মু ও কাশ্মীরের মানচিত্র স্থানাঙ্ক (শ্রীনগর): ৩৩.৪৫° উত্তর ৭৬.২৪° পূর্ব স্থানাঙ্ক : ৩৩.৪৫° উত্তর ৭৬.২৪° পূর্ব | মানচিত্র দেশ   ভারত স্থাপিত ২৬ অক্টোবর, ১৯৪৭ রাজধানী জম্মু (শীতকালীন) শ্রীনগর (গ্রীষ্মকালীন) বৃহত্তম শহর শ্রীনগর জেলার সংখ্যা ২২ সরকার [*]  • উপ রাজ্যপাল সত্যপাল মালিক  • মুখ্যমন্ত্রী বর্তমানে শূন্য  • বিধানসভা দ্বিকক্ষীয় (৮৯ + ৩৬ আসন) আয়তন  • মোট ২২২২৩৬ কিমি ২ (৮৫৮০৬ বর্গমাইল) এলাকার ক্রম ৬ষ্ঠ উচ্চতা ৩২৭ মিটার (১০৭৩ ফুট) জনসংখ্যা (২০১১)  • মোট ১,২৫,৪৮,৯২৬  • ক্রম ১৮তম সময় অঞ্চল ভারতীয় সময় ( ইউটিসি+০৫:৩০ ) আইএসও ৩১৬৬ কোড IN-JK মানব উন্নয়ন সূচক ০.৬০১ ( মধ্যম ) মানব উন্নয়ন সূচক ক্রম ১৭তম (২০০৫) সাক্ষরতা ৬৬.৭% (২১তম) সরকারি ভাষা উর্দু জম্মু ও কাশ্মীর হল ভারতের কেন্দ্র শাসিত অঞ্চ ল যা এতদিন সতন্ত্র রাজ্য ছিলো। কিন্তু এই অঞ্চলটি প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। ভারতের এই কেন্দ্র শাসিত অঞ্চলটির দক্ষিণে ভারতের হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্য...