জাপানের এক প্রবীণ মানবাধিকার কর্মী
লিখেছিল >...
বার্মা যখন লক্ষ-লক্ষ নিরীহ মুসলমান কে
হত্যা করল"" লক্ষ-লক্ষ মুসলমানকে দেশান্তরী
করল"হাজার ও মুসলিম নারীকে ধর্ষণ করল
তখন পৃথিবীতে ৫০টির ও বেশি মুসলিম দেশ
১৮০ কোটি মুসলমান থাকা সত্যেও বার্মা কোন
বাধার সম্মুখীন হলনা।
এতে প্রমাণিত হল মুসলিম শাসকেরা ক্ষমতার লোভে
মাতাল।
তারা ধর্মীয় ভাবে"মানবিক ভাবে" নৈতিক ভাবে
মৃত্যুবরণ করেছে।
বেঁচে আছে শুধু নিষ্কৃয় দৈহিক, যে দেহে
ধর্ম"মানবতা" নৈতিকতা বলতে কিছুই নেই
আছে শুধু ক্ষমতার লোভ প্রাচুর্যের ভালবাসা।
-----------------------------------------------------


মুসলিম গাদ্দার শাসকগোষ্ঠীর নীরবতা এঁদের কে সীমাহীন অপরাধ করার সাহস যুগিয়েছে, তাই বার্মিজ সন্ত্রাসীদের চেয়েও ঐ সকল মুসলিম শাসকদের শাস্তি লাঞ্ছনা বহুগুণ বেশী হবে। কোন সন্দেহ নাই।!
#সংগৃহীত

Comments