যুগান্তরের ফেসবুক পেজে একজন মন্তব্য করেছে-
"আপনি ডেঙ্গু জ্বরে না মরলে, বন্যায় মরবেন। বন্যায় বেঁচে গেলেও সড়ক দুর্ঘটনায় মরবেন। দুর্ঘটনায় না মরলেও ভেজাল খাদ্য খেয়ে মরবেন। সবকিছুতে বেঁচে গেলেও একদিন আপনাকে বিনা কারণে গণপিটুনি খেয়ে মরতে হবে। অাগুনে পুড়ে মরতে পারেন, প্রকাশ্যে দিবালোকে কোপ খেয়েও মরতে পারেন। মায়ের গর্ভে থেকেও গুলি খেয়ে মরতে পারেন, তা না হলে নৃশংস ধর্ষণের শিকার হয়ে মরতে পারেন। তারপরেও না মরলে ক্রসফায়ারে গুলি খেয়ে মরবেন। মোটকথা, এদেশে মৃত্যুর সব পন্থা খোলা আছে।
অভিনন্দন; আপনি এখনো বেঁচে আছেন!"
সংগৃহীত

Comments

Popular posts from this blog