ওকে চশমা ভাংগার পর আজকে পরাইতে গেলাম (হাল্কা মাথা ব্যাথা ছিল যেহেতু মাইগ্রেন এর সমস্যা আছে আমার)।। রীতিমতো পড়ানো শুরু করলাম ঠিক তখনই আন্টি এসে জিজ্ঞেস করল,
উনিঃ চশমা ঠিক করতে পারছো??
আমিঃনা আন্টি নিয়ে গিয়েছিলাম কিন্তু বল্লো এটা ঠিক হবে না।। 😪😪
আন্টিঃও, তোমার ভাংগাটা দেও আমি নতুন একটা বানিয়ে দিব (উনি সেম্পল এর জন্য চেয়েছিলেন) ।☺☺
আমিঃ😱😱( মনে মনে কারন এক্সপেক্টশন ছিল না) আরে দূর লাগবে না।আমি সামনের মাসে বানিয়ে নিব।।
তার পর ও কিছুক্ষণ বলে রুমে চলে গেল যখন দেখলো আমি রাজি হই নাই....আর আমি
পড়ানোতে মনোযোগ দিলাম। তার কিছুক্ষণ পর হটাৎ এসে হাতে দিয়ে বল্লো একদম চুপ
আর কিছু বলবা না।।।
ভাল লাগে যখন কেঊ এভাবে ভালবাসে।। আমি ৫বছর এই বাসায় পড়াই আর আন্টি অনেক আদর করে। 😍😍😍 ভাল থাকুক এই রকম গার্ডিয়ান গুলো।।
বি.দ্রঃ গতকালের পোস্টে যারা sad react দিয়ে সান্ত্বনা দিয়েছেন আজকে তারা হা হা রিএক্ট দিয়ে খুশিতে ভরিয়ে দেন।। 😁😁😁
ভাল লাগে যখন কেঊ এভাবে ভালবাসে।। আমি ৫বছর এই বাসায় পড়াই আর আন্টি অনেক আদর করে। 😍😍😍 ভাল থাকুক এই রকম গার্ডিয়ান গুলো।।
বি.দ্রঃ গতকালের পোস্টে যারা sad react দিয়ে সান্ত্বনা দিয়েছেন আজকে তারা হা হা রিএক্ট দিয়ে খুশিতে ভরিয়ে দেন।। 😁😁😁
Comments
Post a Comment