আমি:স্যার,আপনি আপনার আম্মু-আব্বুকে #miss করেন না???
ছাত্র:(মুচকি হেসে)জানি না স্যার!!!!!
আমি:তার মানে আপনি Miss করেন।
ছাত্র:স্যার,Miss তো করি।কিন্তু একটু কম করি।
আমি:কম কেন করেন???
ছাত্র:আমার থেকে আরেক জোড়া আম্মু-আব্বু যে আছে।
আমি:মানে,বুঝলাম না???
ছাত্র:আপনি আর আমার বড় আপুর ম্যাডাম আমাকে আব্বু-আম্মুর মতই ভালবাসেন,Take care করেন,সব Homework করিয়ে দেন,আমাকে হাসাতে থাকেন সবসময়।তাই আপনি আর ম্যাডাম আমার আম্মু-আব্বু।
আমি:হাসব নাকি কাঁদব এই কথা ভেবে কূল পেতে না পেতেই দেখলাম ছাত্রের বড় আপুর #ম্যাডাম চোখ বড় করে তাকাই আছে।
গলায় পানি গেছিল শুকায়।তারপর ঈশারা করে বুঝালাম এতে আমার কোন দোষ নেই।

মনে মনে বললাম,”বাইরের গণপিটুনির হাত থেকে মনে বাইচ্চা গেলাম

Comments

Popular posts from this blog