টিউশনির প্রথম দিনে আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলামঃ
- 'তোমার নাম কী?'
- 'অমানুষ'
- 'মানে?'😵
আমি মনে মনে বলছি ছেলে পাগল হইছে নাকি? কী বলে এগুলো!
সে বললোঃ
- 'হ্যাঁ ভাইয়া, আমার নাম অমানুষ।'
- 'যাও। মজা করো না। অমানুষ কারো নাম হয় নাকি?'
- 'ভাইয়্যা, নোমান শব্দটা ইংরেজিতে বানান করুন তো!'
- 'N,O,M,A,N'
- 'এখন এখান থেকে দুইটা শব্দ আলাদা করলে কী হয়?'
- 'No Man (নো ম্যান)'
- 'এর মানে হলো মানুষ নয় অর্থাৎ অমানুষ। তাই আমার নাম অমানুষ। বুঝলেন?'
বলেই ছেলেটা হাসতে শুরু করলো।
আমি একদম হতবাক। কী ফাজিল রে বাবা
 Collected

Comments